কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় অনুষ্ঠিত লালন মেলায় মাদক কারবারিদের হামলায় সাংবাদিক রাজু আহমেদ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মেলার মাঠে পেশাগত দায়িত্ব পালনের সময় তার উপর এ হামলার ঘটনা ঘটে। আহত রাজু আহমেদ ঢাকাপোস্ট ও বাংলা এডিশন অনলাইন পোর্টালের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক রাজু আহমেদ মেলার মাঠে মাদক কারবারের তথ্য ও ভিডিও সংগ্রহ করছিলেন। এসময় একদল মাদক কারবারি তার ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
রাজু আহমেদ বলেন, ‘লালন মেলায় প্রায় তিন শতাধিক গাঁজার দোকান বসেছে। পুলিশ প্রশাসনের সামনেই প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছে। এ বিষয়ে আগের দিন জেলা প্রশাসনের বৈঠকে অভিযোগ করেছিলাম। এর জের ধরেই আজ পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ‘রাজুর মাথা ও কানসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।’
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।