ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ের থিসিস গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বড়ধরনের গবেষণা অনুদান বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে মোট ২৭টি বিভাগের ৩৫৪ জন শিক্ষার্থী এই অনুদানের আওতায় আসবেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।
ফেসবুক পেইজে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। মোট প্রায় ৫০ লাখ টাকা এই খাতে বরাদ্দ করা হয়েছে। এই বরাদ্দের ফলে প্রতিটি থিসিস শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে অনুদান পাবেন। ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় প্রদত্ত এই বরাদ্দকে ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে গণ্য করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অর্থ শুধুমাত্র গবেষণা-সংক্রান্ত কার্যক্রমে ব্যয় করা যাবে। গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়।
কর্তৃপক্ষ আশা করছেন, এই উদ্যোগের ফলে ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং সামগ্রিক গবেষণার মানোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।