ঢাকার মাঠে বাংলাদেশ একাদশ নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। হংকংয়ের বিপক্ষে সেবার কানাডিয়ান ফুটবলার শমিত সোম ও জায়ান আহমেদকে একাদশে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। হংকংয়ের মাঠে আজ ফিরতি লেগে একাদশে জায়গা করে নিয়েছেন শমিত ও জায়ান। শমিত জায়গা পেলেও গত ম্যাচের মতো এবারও প্রথম একাদশে জায়গা করে নিতে ব্যর্থ অধিনায়ক জামাল ভুঁইয়া।
জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে জায়ান ও শোমিতকে বেঞ্চে রেখে শুরু করেছিল দল। এই দুই প্রবাসী ফুতবলাকে কেন বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল, সেই প্রশ্নেই বিদ্ধ হয়েছিলেন কাবরেরা।
এবার শমিত-জায়ানকে নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মণও। অধিনায়কত্বের দায়িত্ব থাকবে তার ওপরেই।
তবে গত ম্যাচের মতো এবারও বেঞ্চেই বসে থাকতে হচ্ছে অধিনায়ক জামাল ভুঁইয়াকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবেই নামার সম্ভাবনা রয়েছে তার। প্রথম লেগের সেরা একাদশ থেকে বাদ পড়েছেন ফয়সাল আহমেদ ফাহিম ও সোহেল রানা জুনিয়র।
আজ সন্ধ্যা ৬টায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ- মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন।