নীলফামারী: জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় ডিমলা উপজেলা মাঠ থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে শহিদ মিনারে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে যৌক্তিক আন্দোলনে পুলিশের হামলা তীব্র নিন্দা জানাই। শিক্ষক জাতির কারিগর। মানুষকে সমাজের অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায় আমাদের শিক্ষক সমাজ।’
তারা আরও বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হয় আজকে সেই শিক্ষকরাই মানবেতর জীবনযাপন করছে। ধুঁকে ধুঁকে সংসার চলে। যখন ন্যায্য দাবি নিয়ে শিক্ষকরা রাজপথে স্লোগান তুলে তখন সরকার দাবি মেনে না নিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করছে, যা স্বৈরাচারী কালাকানুন ছায়ায় আচ্ছন্ন করছে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গড়িমসি নয় দ্রুত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি মেনে নিতে হবে।’