প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছেন তারা। বাংলাদেশের সামনে এখন চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টসে হেরে বোলিংয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামছে মেহেদি হাসান মিরাজের দল।
আজ বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাইম, শামীম হোসেন, নাহিদ রানা ও হাসান মাহমুদ। বাদ পড়েছেন তানজিদ তামিম, জাকের আলি, দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
আফগান একাদশে এসেছে দুই পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন রেহমাত শাহ, বাদ পড়েছেন বাশির আহমেদ। দলে ঢুকেছেন ইকরাম আলি খিল ও বিলাল সামি।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাইম শেখ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, , রিশাদ হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি।