Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াইটওয়াশ এড়াতে ৪ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৭:৫০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৮:৩১

শেষ ম্যাচে প্রথমে বোলিং করবে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছেন তারা। বাংলাদেশের সামনে এখন চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টসে হেরে বোলিংয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নামছে মেহেদি হাসান মিরাজের দল।

আজ বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নাইম, শামীম হোসেন, নাহিদ রানা ও হাসান মাহমুদ। বাদ পড়েছেন তানজিদ তামিম, জাকের আলি, দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

আফগান একাদশে এসেছে দুই পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন রেহমাত শাহ, বাদ পড়েছেন বাশির আহমেদ। দলে ঢুকেছেন ইকরাম আলি খিল ও বিলাল সামি।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাইম শেখ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, , রিশাদ হোসেন, তানভির ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

বিজ্ঞাপন

আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর