ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও একবার রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গাজা শান্তি পরিকল্পনা চুক্তির পর ‘শান্তি এগিয়ে নিয়ে যাওয়ার গতি’ যেন হারিয়ে না যায়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এক্স-এ (সাবেক টুইটারে) করা এক পোস্টে জেলেনস্কি বলেন, ‘এখন, যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হচ্ছে, তাই শান্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার গতি ধরে রাখা গুরুত্বপূর্ণ। ইউরোপের যুদ্ধও শেষ করা যেতে পারে, এবং এর জন্য যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদারদের নেতৃত্ব অত্যন্ত জরুরি।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানান, তিনি ফিনল্যান্ডের সমকক্ষ অ্যালেক্স স্টাবের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছেন এবং এ বিষয়ে তাদের অবস্থান সমন্বয় করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সাফল্যকে তুলে ধরে জেলেনস্কি বলেন, ‘ওয়াশিংটনের প্রয়োজনীয় পদক্ষেপ ইউক্রেনের যুদ্ধ শেষ করতেও সাহায্য করতে পারে। এটা গুরুত্বপূর্ণ যে প্রেসিডেন্ট ট্রাম্প পণবন্দিদের মুক্তি নিশ্চিত করতে এবং গাজার যুদ্ধ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সফল হয়েছেন। নিঃসন্দেহে, যুক্তরাষ্ট্রের সঠিক পদক্ষেপ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শেষ করতেও সাহায্য করতে পারে। আমাদের এ বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা আছে।’