Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ৫ দিনের ফার্নিচার মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৯:০২

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

ঢাকা: রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘২০তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৫’। ‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাবো বাসা’ স্লোগানে আয়োজিত এই মেলা দেশের ফার্নিচার শিল্পের সবচেয়ে বড় আয়োজন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

পাঁচ দিনের এই মেলা চলবে আইসিসিবি’র গুলনকশা (হল–১), পুষ্পগুচ্ছ (হল–২) এবং রাজদর্শন (হল–৩) হলে।

ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড কে এম আকতারুজ্জামান।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ও মেলার আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ্ব শেখ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, মহাসচিব এ করিম মজুমদার ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ইলিয়াস সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এই সেক্টরে উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে হবে। এ সেক্টরের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। ফার্নিচার বিদেশে রফতানি করার ব্যাপক সুযোগ রয়েছে। সেই সুযোগ আমাদের সবাইকে কাজে লাগাতে হবে।’

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, ‘রফতানি বহুমুখীকরণে ফার্নিচার রফতানি একটি নতুন দিগন্তের সৃষ্টি করতে পারে। ফার্নিচার শিল্প এখন দেশের সম্ভাবনাময় একটি খাত। এটিকে রফতানি পণ্যে পরিণত করতে হবে। দেশীয় কাঁচামাল ও দক্ষ শ্রমশক্তির ব্যবহার করে আমাদের নিজস্ব কাঁচামাল, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন সম্ভব। এতে বিদেশি বাজারে বাংলাদেশি ফার্নিচারের অবস্থান আরও মজবুত হবে।’

মোহাম্মদ হাসান আরিফ বাংলাদেশের ফার্নিচার শিল্পকে ভবিষ্যতের রফতানিভিত্তিক প্রধান খাতগুলোর একটি হিসেবে দেখছেন। তিনি উদ্যোক্তাদের প্রযুক্তি, নকশা ও গুণগত মানে উদ্ভাবন আনার আহ্বান জানান এবং সরকারও এই খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন।

ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশীয় ফার্নিচার শিল্প দেশের শতভাগ চাহিদা পূরণ করছে এবং উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিদেশে রফতানি হচ্ছে। এবারের মেলার মূল লক্ষ্য হলো দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি রফতানি বাজার আরও সম্প্রসারণ করা।

এবারের মেলায় ৪৮টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীরা সর্বাধুনিক নকশা ও পণ্যের প্রদর্শনী করবে ২৭৮টি স্টলে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য ব্র্যান্ডের মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগাল ও লেগাসি।
মেলার উদ্বোধনী দিনে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২০ জন শিশুকে পুরস্কৃত করা হয়। মোট পুরস্কারের অর্থমূল্য প্রায় দুই লাখ টাকা। মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার। পার্টনার হিসেবে রয়েছে অ্যাকসেস ইনফোটেক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর