Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধনপ্রত্যাশী ১০ দলের তদন্তে আরও ৭ কমিটি ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৯:৫২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২০:৫০

বাাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদনকারী দলগুলোর মধ্যে বাছাইয়ে উত্তীর্ণ ১০টি দলের কার্যক্রম পুনর্তদন্তে আরও ৭টি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ কমিটিগুলোতে যুক্ত করা হয়েছে আরও ২১ জন কর্মকর্তা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ে দলের অস্তিত্ব ও কার্যকারিতা যাচাইয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই উদ্দেশ্যে সাতটি অঞ্চলে তিন সদস্যের করে নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে থাকবেন একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, একজন অতিরিক্ত আঞ্চলিক বা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং একজন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা।

বিজ্ঞাপন

যে সাতটি অঞ্চলে নতুন কমিটি গঠন করা হয়েছে সেগুলো হলো—ঢাকা, কুমিল্লা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও খুলনা।

ইসির সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা জানান, যেসব অঞ্চলে ৫০টির বেশি রাজনৈতিক দলের কার্যালয় তদন্ত করতে হবে, সেসব অঞ্চলের জন্যই এই অতিরিক্ত কমিটি গঠন করা হয়েছে। ফলে আগের ১০টি কমিটি ও নতুন ৭টি কমিটি মিলিয়ে মোট ১৭টি কমিটিতে ৫১ জন কর্মকর্তা মাঠপর্যায়ের তদন্ত পরিচালনা করবেন।

যে দলগুলোর মাঠে পুনর্তদন্ত হবে সেগুলো হলো—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আমজনগণ পার্টি।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর বাছাইয়ে উত্তীর্ণ নতুন ১০টি দলের কার্যক্রম মাঠপর্যায়ে পুনর্তদন্তের জন্য ইসি ১০ প্রশাসনিক অঞ্চলে ১০টি কমিটি গঠন করে।