Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

অভিযান পরিচালনা করেন জেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার কর্তৃক ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধের নির্দেশনার প্রেক্ষিতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাঙ্গাইল সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে যমুনা নদীর টাঙ্গাইল সদর উপজেলার অংশে এই অভিযান পরিচালনা করেন জেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

এ সময় তিনি জানান, মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদফতরের যৌথ উদ্যোগে যমুনা নদীর সদর উপজেলা অংশে অভিযান পরিচালনা করা হয়৷ এ সময় প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: নওশাদ আলমসহ জেলা মৎস্য অধিদফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতায় ছিল পুলিশ, নৌ-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর