ঢাকা: মিরপুরের রূপনগরে অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক নিহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদ সভা পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর মিরপুর-১০ স্বাধীনতা চত্বরে এ প্রতিবাদ সভা করবে ঢাকা মহানগর উত্তর এনসিপি।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অবৈধ কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টস মালিকদের দায় এড়ানো যাবে না। এ ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ডের সামিল।’
সভায় তিন দফা দাবি উত্থাপন করা হবে—
১️. অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের দায়ীদের দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে।
২️. নিহত শ্রমিকদের প্রত্যেক পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।
৩️. ঢাকা উত্তরের সব আবাসিক এলাকা থেকে অবৈধ কেমিক্যাল গোডাউন অবিলম্বে সরাতে হবে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটির আহ্বায়ক বলেন, ‘রূপনগরের অগ্নিকাণ্ড কেবল দুর্ঘটনা নয়, এটি অবহেলার কারণে সংঘটিত এক গণহত্যা। প্রশাসন যদি আগেই ব্যবস্থা নিত ১৬টি নিরপরাধ প্রাণ হারাতে হতো না।’
প্রতিবাদ সভায় শ্রমিক, মানবাধিকার কর্মী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।