টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলেন তারা। ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়েছিল এক ম্যাচে আগেই। বাংলাদেশের আরব আমিরাত সফর শেষ করার সুযোগ ছিল সান্ত্বনার জয় দিয়েই। সেই সান্ত্বনার জয় তো এলোই না, উলটো শেষ ম্যাচে ২০০ রানের লজ্জার হারের স্বাদ পেল বাংলাদেশ। টি-২০র পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ বাংলাদেশ। এমন হতাশার হারের পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলছেন, ভালো ক্রিকেট না খেললেও তারা এতোটাও খারাপ দল না!
শেষ ম্যাচে বাংলাদেশের সামনে টার্গেট ছিল ২৯৪। এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯৩ রানেই থেমেছে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশ তাদের শেষ ৭ উইকেটে হারিয়েছে মাত্র ২৩ রানের ব্যবধানে!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলছেন, তারা এতোটাও খারাপ দল না, ‘আসলে আমরা এত খারাপ দলও না যতটা খারাপ খেলছি। এখানে যদি উন্নতি না করতে পারি আরও কঠিন হবে। ভুলগুলো যদি বারবার রিপিট করি তাহলে আরও কঠিন হবে আমাদের জন্য।’
খারাপ খেলার পেছনে কোন অজুহাত দাঁড় করাতে চান না মিরাজ, ‘সবাই কাজ করছে। ইচ্ছা করে কেউ খারাপ খেলে না। সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্যই। অনেক সময় অনেক কিছু পক্ষে আসে না। খারাপ সবাই একসাথেই খেলছি। যারাই ভালো করছে আউট হয়ে যাচ্ছে। আমাদের স্কোরও ৩০-৩৫ করে আউট হচ্ছি। ব্যাটাররা এভাবে আউট হলে আমাদের জন্য কঠিন। বিশ্বাস রাখি, আমরা এতটা খারাপ দল না, যতটা খারাপ খেলছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস মিরাজের, ‘দেখেন দলটা অবশ্যই (সবার) একটু খারাপ লাগছে যেহেতু এই সিরিজ হেরেছি। এই ২ দিন যদি ফ্যামিলির সাথে সময় কাটায় মনে হয় আমরা ফ্রেশভাবে খেলতে পারব। আমার যেটা চাওয়া থাকবে, ব্যাটাররা যেখানে উন্নতি আনা দরকার, মানসিকভাবে শক্ত থাকা দরকার। আমি আশা করছি আমাদের দল কামব্যাক করবে। আমি বিশ্বাস করি এবং দলকে সেভাবেই বুস্ট আপ করব। আশা করি দর্শকদের (সামনে) সেরকম ম্যাচ উপহার দিতে পারব।’