Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১২:০২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘এই দুর্ঘটনা কেবল অব্যবস্থাপনার করুণ পরিণতি। ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি ঠেকাতে বিএনপি ক্ষমতায় এলে আবাসিক এলাকায় শিল্পায়ন বন্ধসহ নগর পরিকল্পনায় সমন্বয় আনার জন্য কাজ করবে।’

বিজ্ঞাপন

ঘটনাস্থলে রিজভীর সঙ্গে ছিলেন আমিনুল হকসহ মহানগর উত্তর বিএনপির নেতারা।

এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকার চারতলা ভবনের ‘আর এন ফ্যাশন’ পোশাক কারখানা এবং পাশের শাহ আলমের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল চারটার দিকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার দিকে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর