ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এ দূষণের অন্যতম শিকার। সাম্প্রতিক বৃষ্টিতে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতি হলেও কয়েক দিন ধরে আবারও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে নেমে এসেছে ঢাকার বাতাস।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান নির্ধারণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬৫ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। এই স্কোর জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
অন্যদিকে, একই সময়ে পাকিস্তানের লাহোর শহর ২৩৮ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। ভারতের দিল্লি ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয়, কলকাতা ১৬৪ স্কোর নিয়ে চতুর্থ, আর কাতারের দোহা ১৬০ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই মাত্রার দূষণ ফুসফুস, হৃদরোগ ও শ্বাসকষ্টে আক্রান্তদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। বায়ুতে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা চোখ, নাক, গলা এবং শ্বাসযন্ত্রে জ্বালা সৃষ্টি করে।
বায়ুমানের মানদণ্ড অনুযায়ী,
০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ
একিউআই স্কোর ১৫০-এর ওপরে উঠলে শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রের রোগীদের বাড়ির বাইরে কাজকর্ম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।
বিশ্লেষকরা বলছেন, নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ না করা পর্যন্ত ঢাকার বায়ুমান উন্নত হবে না।
সম্প্রতি পরিবেশ অধিদফতরের এক কর্মকর্তাও স্বীকার করেছেন, ‘বায়ুদূষণ এখন রাজধানীর সবচেয়ে বড় জনস্বাস্থ্য সংকট। কার্যকর সমন্বিত পদক্ষেপ ছাড়া এ পরিস্থিতি থেকে বের হওয়া কঠিন।’