ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে ইউরোপিয়ান অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে পৌঁছে যাওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তারা। তবে অন্তিম মুহূর্তে হাঙ্গেরির গোলে হতাশায় ডুবল পর্তুগাল। তবে জিততে না পারলেও জোড়া গোলে অনন্য এক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা।
হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের ২২ ও ৪৫ মিনিটে জোড়া গোল পেয়েছেন ৪০ বছর বয়সী রোনালদো। তার গোলেই ২-১ ব্যবধানে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল পর্তুগাল। তবে ৯১ মিনিটে ম্যাচে সমতা ফেরায় হাঙ্গেরি। এতেই বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেতে অপেক্ষা বাড়ল পর্তুগালের।
গত রাতের জোড়া গোলে বিশ্বকাপ বাছাইপর্বে নিজের ৪০তম গোলের দেখা পেলেন রোনালদো। আর এতেই নতুন রেকর্ড গড়লেন সিআর সেভেন। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে তিনিই এখন সর্বোচ্চ গোলের অধিকারী।
রোনালদো ছাড়িয়ে গেছেন গুয়েতামালার কিংবদন্তি ফুটবলার কার্লোস রুইজকে। বাছাইপর্বে তার গোলসংখ্যা ছিল রেকর্ড ৩৯, যা বহু বছর অক্ষুণ্ণ ছিল। ৩৬ গোল নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ৩৫ গোল নিয়ে তার পরেই আছেন ইরানের আলি দাই। ৩৩ গোল নিয়ে ৫ম স্থানে আছেন পোল্যান্ডের রবার্ট লেভানডস্কি।
সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ৯৪৮। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৯৫০ ছোঁয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন রোনালদো।