Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপনগরে আগুনে নিহত ৭ জনের মরদেহ শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১১:৫১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৩:৩১

ঢাকা মেডিকেলের মর্গে লাশের সারি। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় সাতটি মরদেহ শনাক্ত করেছে স্বজনরা। তবে এদের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়ছেন রূপনগর থানার পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) সকালে রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত সাতটি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই বাছাই করা হবে। তবে মরদেগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে। এছাড়া স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যেগুলো শনাক্ত করেছে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ হলেই হস্তান্তরের কার্যক্রম শুরু করা হবে।

এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে কসমিক ফার্মা নামে একটি কেমিক্যাল গোডাউন ও সরদার গার্মেন্টসে লাগা আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় তিনজন ধোয়ায় অসুস্থ হয়েছেন।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর