কুষ্টিয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচির পক্ষে জনমত গঠন ও গণসচেতনতা তৈরির লক্ষ্যে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভার মিউনিসিপ্যাল বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিউল হাসান অপু।
এ সময় অ্যাডভোকেট অপু বলেন, “৩১ দফার মধ্যেই জনগণের সমৃদ্ধি, উন্নয়ন ও স্বাধীনতার নিশ্চয়তা নিহিত আছে। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশ পরিণত হবে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে। ১৬ বছরের দীর্ঘ আন্দোলনের পর ছাত্র, জনতা ও সাধারণ মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা এই দেশ পুনর্গঠনে কাজ করতে চাই।”
কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।