Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপনগরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৪:০৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৪:২৯

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় পোশাক তৈরির কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক শোকবার্তায় তারেক রহমান বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে বেদনার্ত ও শোকাহত। নিহতদের আত্মার মাগফেরাত ও চির শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা কেবল শোকই নয়, অসংখ্য প্রশ্নেরও জন্ম দেয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করা এখন সময়ের দাবি, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে।”

বিজ্ঞাপন

তারেক রহমান সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে তাদের জবাবদিহির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপি নেতা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমি কায়মনোবাক্যে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও সাহস দান করেন।”

উল্লেখ্য, মঙ্গলবার রাতে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় একটি গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুড়ে কমপক্ষে ১৬ জন নিহত হন এবং আরও অনেকে দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর