Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগ অবরোধ করতে গিয়ে পুলিশের বাধার মুখে শিক্ষকরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৪:২২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৫:২৪

ছবি: সারাবাংলা

ঢাকা: বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ করতে এসে পুলিশের বাধার মুখে পড়েছে। পুলিশের বেরিকেডের বাধায় পড়ে তারা জাদুঘরের সামনের সড়কে অবস্থান করেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার কিছু আগে শাহবাগে জাতীয় গ্রন্থাগারের আগেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ব্যারিকেডের সামনেই শিক্ষকরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষকরা।

পুলিশ বলছে, রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শাহবাগ মোড়। শিক্ষকদের যে পরিকল্পনা তাতে শাহবাগ অবরোধ করতে পারলে অনির্দিষ্টকালের জন্য সড়কটি বন্ধ হয়ে যেতে পারে। তাই শিক্ষকদের আসার আগেই পুলিশ বেরিকেড বসিয়েছে। এ কারণে শিক্ষকরা শাহবাগে প্রবেশ করতে পারেননি।

বিজ্ঞাপন

এর আগে, আজ দুপুর ১টা ৪০ মিনিটে কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে রওনা দেন শিক্ষকরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে, দাবি আদায়ে গত রোববার (১২ অক্টোবর) প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করা হবে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

বাংলাদেশ হারবে সে তো জানা কথা!
১৫ অক্টোবর ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর