Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৪:২৬

শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়ন ও শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ার মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সবস্তরের শিক্ষক-কর্মচারীদের ব্যানারে মিরপুর মহিলা কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কলেজের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন সদরপুর দাখিল মাদ্রাসার সুপার মহিউদ্দিন, পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুন্নাহার, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফিরোজ আলী এবং চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকীসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ‘ঢাকায় শিক্ষকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সারাদেশে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’

পরে শিক্ষক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে উপজেলার ৭৯টি স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েকশত শিক্ষক-কর্মচারী অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর