Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের পরিচালক ২ পুলিশ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৪:৩২

ঢাকা: বাংলাদেশ পুলিশের দুইজন পুলিশ সুপার সমমানের কর্মকতাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। তারা এখন থেকে দুদকের হয়ে মাঠ পর্যায়ে কাজ করবেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে যেই দুইজনকে বদলি করা হয়েছে তারা হলেন- পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. জাহিদুর রহমান।

বিজ্ঞাপন

এ বিষয়ে সুপারনিউমারি পুলিশ সুপার আবু ইউসুফ তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেন, পুলিশ কর্মকর্তা হয়েও এখন থেকে পুলিশিংয়ের বাইরে দুদকের হয়ে কাজ করতে হবে। তবুও আলহামদুলিল্লাহ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর