Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নর্ডিক রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৫:৩৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৬:৫৬

নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপি নেতারা।

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নরওয়েজিয়ান রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেনের বাসভবনে প্রাতরাশের এক অনানুষ্ঠানিক বৈঠকে অংশ নেন তিন দেশের রাষ্ট্রদূত— সুইডেনের নিকোলাস উইক্স, ডেনমার্কের ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার ও নরওয়ের গুলব্রান্ডসেন নিজে।

এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক সেল উপ-প্রধান আলাউদ্দীন মোহাম্মদ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ইউরোপ ডেস্কের দায়িত্বে থাকা নাভিদ নওরোজ শাহ্।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদের সংস্কার প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূতরা এনসিপির রাজনৈতিক কর্মকৌশল, নির্বাচনি প্রস্তুতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে দলের ভূমিকা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় উভয় পক্ষই বাংলাদেশ ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা, বিশেষ করে বাণিজ্য, শিক্ষা ও টেকসই উন্নয়ন খাতে সম্পর্ক জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকটি ছিল পারস্পরিক মতবিনিময় ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে এক বন্ধুত্বপূর্ণ আলোচনার অংশ, যা ভবিষ্যতে বাংলাদেশ-নর্ডিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর