Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৭:৪২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:০৯

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. মাসুম (৮) ও মো. মারুফ (৬) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে।

মৃত মাসুম ও মারুফ চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. মাসুদের ছেলে।

স্থানীয় সূত্র জানা গেছে, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন। কয়েক মাস আগে নদী ভাঙ্গনে তাদের আশ্রয়ণের ঘর নদীতে বিলীন হয়ে যায়। এরপর তাদের পরিবার রাস্তার পাশে ছাপরা ঘর করে বসবাস করে আসছে। বিকেলের দিকে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। ওই সময় তাদের পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। গোসলের সময় সবার অগোচরে শিশু দুটি পুকুরে পানিতে পড়ে যায়। এর একপর্যায়ে তাদের না দেখে খোঁজা-খুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে পরিবারের সদস্যরা তাদের পুকুরে তল্লাশি চলিয়ে উদ্ধার করে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর