রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫ উপলক্ষ্যে ভোটারদের জন্য ভোটার গাইডলাইন প্রকাশ করেছে রাকসু নির্বাচন কমিশন। ভোটের দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের জন্য বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছে কমিশন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ভোটারকে অবশ্যই ছাত্র পরিচয়পত্র (Student ID Card) সঙ্গে আনতে হবে, অন্যের হয়ে ভোট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, ভোট দেওয়ার আগে ভোটারের নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করে ব্যালট নিতে হবে, ব্যালট দেওয়ার আগে আঙ্গুলে অমোচনীয় কালি দেওয়া হবে।
ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে হবে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে, প্রার্থীর নামের পাশে থাকা প্রতীক ঘরে সরকারি নির্দেশনা অনুযায়ী ‘ক্রস চিহ্ন’ দিতে হবে।
ভোটকেন্দ্রে কিছু নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ভোট প্রদানের পর ৫০ মিটারের মধ্যে অবস্থান করা যাবে না, ভোটকেন্দ্রে প্রচার-প্রচারণা করা নিষিদ্ধ, মোবাইল ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না, ভোটের গোপনীয়তা বজায় রাখতে অন্যকে ব্যালট দেখানো যাবে না।
নির্বাচন কমিশন ভোটারদের উদ্দেশে আরও জানান, ‘আপনার ভোট, আপনার অধিকার। দায়িত্বশীলভাবে ভোট দিন এবং রাকসু নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করুন, প্রার্থীর প্রতি সহনশীলতা বজায় রাখুন, দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোট দিন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকুন, অন্যের ভোটের গোপনীয়তা রক্ষা করুন।’
এছাড়াও কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।