নরসিংদী: জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর ) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা দেখেছি ৫৪ বছর এদেশের রাজনীতিবিদরা স্বার্থের রাজনীতি করে গেছেন। লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। হত্যা, গুম, সন্ত্রাসী,চাঁদাবাজি হয়েছে। স্বার্থের রাজনীতি করতে পারবে না বলে আজ অনেকে পিআর নির্বাচনের বিরোধিতা করছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শতভাগ ভোটের মূল্যায়ন হবে। সংসদে ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি থাকবে। আর কোন সৈরাচারের জন্ম হবে না। তাই এদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই সরকারকে বলতে চাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করার ব্যবস্থা করুন অন্যথায় এদেশের জনগন আপনাদের রুখে দিবে। ২৪ এর পরে এদেশের মানুষ অনেক সচেতন হয়েছে, অধিকার আদায়ে রক্ত দিতে শিখেছে। প্রয়োজন হলে আবারও রক্ত দিতে প্রস্তুত এদেশের মানুষ।’
দলটির উত্থাপিত পাঁচ দফা দাবিসমূহ হলো—আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ সময় বক্তব্য দেন ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি ওহাব মোল্লা, সহ-সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া, মুফতি কাউছার আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সহ- সভাপতি মোবারক হোসেন প্রমুখ।