Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ইসলামী আন্দোলনের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৯:১১

ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার মানববন্ধন।

পঞ্চগড়: জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে চৌরঙ্গী মোড় এলাকায় পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ সহ দলটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

হাসান হাফিজ: কবিতার শাহজাদা
১৫ অক্টোবর ২০২৫ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর