Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৯:১৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২০:৪৮

নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাজ্জাদুল ইসলাম সাইমুন (১৩) নামে অষ্টম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোবহান মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন ওই বাড়ীর গোলাম সারোয়ারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে ঘরের ওপরে থাকা গাছের ঢাল কাটতেছিল সাইমুন। এসময় একটি ঢাল ঘরের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের তারের ওপর পড়ে। সে ডাল হাত দিয়ে সরাতে গিয়ে বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয়। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর