Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান শিক্ষকের রহস্যজনক মৃত্যু, বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৯:৩৭

দুর্গাপুরের বারোমারী উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন করা হয়। ছবি: সারাবাংলা

নেত্রকোনা: নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে বারোমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দাস (৫৭) ময়মনসিংহের সিবিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুবরণ করেন। তার বাম হাতে ও গলায় কাটা চিহ্ন থাকায় এই মৃত্যুকে রহস্যজনক দাবি করে মানববন্ধন করেছেন এলাকাবাসী, শিক্ষক এবং শিক্ষার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে দুর্গাপুরের বারোমারী উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন করা হয়। নিহত চন্দন কুমার দাস পৌরশহরের ৪নং ওয়ার্ডের আমলাপাড়া এলাকার মৃত চন্দ্র শেখর দাসের ছেলে।

বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে প্রধান শিক্ষকের স্ত্রী শেলী রানী দাস স্কুলের এক শিক্ষককে মোবাইল ফোনে জানান, তার স্বামী অসুস্থ। দ্রুত তার বাসায় যেতে হবে। খবর পেয়ে শিক্ষকরা প্রধান শিক্ষকের বাসায় যান। শিক্ষকরা তখন প্রধান শিক্ষকের শরীরের বিভিন্ন স্থানে কাঁটা চিহ্ন ও ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে দেখে অটোরিকশাযোগে তাকে দুর্গাপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রোগীকে দ্রুত ময়মনসিংহে নেওয়ার পরমর্শ দেন।

বিজ্ঞাপন

তারপর রোগীর স্বজনরা দুপুরের দিকে এম্বুলেন্সের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। প্রায় পাঁচ দিন চিকিৎসার পর তিনি মারা যান।

সহকারি শিক্ষক মোজাম্মেল হক বলেন, হেড স্যারকে তার বাসা থেকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার গলায় এবং বাম হাতে কাটা চিহ্ন দেখতে পাই এবং ক্ষতস্থান দিয়ে তখনো রক্ত ঝরছিলো, সেইসঙ্গে মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত লালা ঝরছিল।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, এলাকার লোকজন রহস্যময় এই মৃত্যু মেনে নিতে পারছেন না। দ্রুত ন্যায় বিচারের দাবিতে বারোমারী এলাকায় এ মানবন্ধন করা হচ্ছে। স্যারের মৃত্যু রহস্যজনক। প্রধান শিক্ষককে নির্যাতনে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি‘র সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন, স্কুলের শিক্ষক মোজাম্মেল হক, সুপলার মৃ, সাঈদ হাসান, প্রবীণ আদিবাসী নেতা কম্প ম্রং প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর