Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপনগরের আগুনে মৃতদের ৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২০:৪৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২১:২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ছয়টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। একইসঙ্গে ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিন মেডিসিনের প্রভাষক ডা ফারহানা ইয়াসমিন। সঙ্গে ছিলেন সিআইডির ফরেনসিকের ল্যাব পরীক্ষক মো. মাসুদ রাব্বী।

মাসুদ রাব্বী বলেন, ‘৬টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদের ডিএনএ পরীক্ষার জন্য হাড় ও টিস্যু সংগ্রহ করা হয়েছে। বাকি মরদেহগুলো থেকে বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হবে। এ ছাড়া মরদেহ দাবিদারদের বৃহস্পতিবার সকাল ৯টায় মালিবাগ সিআইডি ল্যাবে গিয়ে নমুনা দিতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে, মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন রুপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুখলেসুর রহমান লস্কর। তিনি বলেন, ‘১৬টি মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এরমধ্যে ১১টি নামসহ ও পাঁচটি অজ্ঞাত। আবার ২-৩টি মরদেহের একাধিক পরিবার দাবিদার পাওয়া গেছে। সব মরদেহ থেকে দাবিদারদের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আজ ৬টি মরদেহ সনাক্তের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার মৃত ওমর ফারুকের মেয়ে মাহিরা আক্তার (১৪), ভোলা জেলার লালমোহন উপজেলার দলিগর নগর গ্রামের ওয়াজি উল্লাহ’র মেয়ে নার্গিস আক্তার (১৮), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নিজ পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ছানোয়ার হোসেন (২৫), গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নূরে আলম সরকার (২৩), বরগুনা জেলার আমতলী উপজেলার দাড়ি কাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আল মামুন (৩৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তিলকনগর গ্রামের নজু মিয়ার ছেলে রবিউল ইসলাম রবিন (২০)। এদের মরদেহ বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।’

এ ছাড়া যারা নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে তারা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫), বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে খালিদ হাসান সাব্বির (২৯), নাটোরের সিংড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল আলিম (১৪), নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামের সবুজ মিয়ার ছেলে জয় মিয়া (২০) ও তার স্ত্রী মার্জিয়া সুলতানা (১৮), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাউথখালী গ্রামের নয়ন মিয়ার মেয়ে আসমা আক্তার (১৩), নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামের সনু মিয়ার মেয়ে মুনা আক্তার সামিয়া(১৬), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মৌসুমী খাতুন (২২), শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মুছা দেওয়ানের মেয়ে মুক্তা বেগম (৩৬), নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের জজ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮) ও কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের নাজমুল ইসলাম রিয়াজ (৪০)।

এ ছাড়া ১৪ নম্বর ব্যাগের দাবিদার দুই পরিবার। তারা হলেন- আব্দুল আলিম (১৪) ও তোফায়েল আহমেদ (১৮)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর