Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ও ২ টাকার কয়েন লেনদেনে অনীহা আইনের লঙ্ঘন: বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২১:৩৫

ঢাকা: দেশের প্রচলতি ১ ও ২ টাকার ধাতব মুদ্রা (কয়েন) লেনদেনে কেউ অনীহা প্রকাশ করলে তা আইনের লঙ্ঘন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পাবলিকেশন ও কমিউনিকেশন বিভাগের পরিচালক সাইদা খানম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রচলিত মুদ্রা লেনদেনে অনীহা প্রকাশ করা অপরাধ। যা প্রচলিত আইনের রীতিমত লঙ্ঘন। কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সকল প্রকার ধাতব মুদ্রা নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, এক ও দুই টাকার ধাতব মুদ্রা (কয়েন) বর্তমানে বেশিরভাগ মানুষ নিতে অনীহা দেখান। বলা যায় এ ধরণের কয়েন বাজারে অচল হওয়ার উপক্রম। অনেকেই এসব মুদ্রা লেনদেনে সমস্যার মুখোমুখী হচ্ছে। যদিও ব্যাংক এগুলো গ্রহণ করতে বাধ্য। তবুও সাধারণ ক্রেতা-বিক্রেতারা ছোট অঙ্কের কেনাকাটার জন্য এই কয়েনগুলো ব্যবহার করতে আগ্রহী নন।

বিজ্ঞাপন

অনেক ক্ষেত্রে এই কয়েনগুলোর প্রচলন না থাকার পেছনে বিভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে খুচরা পয়সা দেওয়ার সমস্যা। ব্যাংকগুলো সাধারণত এই কয়েন গ্রহণ করতে বাধ্য তবে নিলেও গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার করেন না।

দেশের চরমান পরিস্থিতি বিবেচনায় এসব কয়েন ব্যবহার আরও কমানো যায় কিনা এনিয়ে পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা। তবে বাজারে বিদ্যমান পাঁচ টাকার কয়েন বা নোটের সর্বনিম্ন মুদ্রা ঝামেলা ছাড়াই ব্যবহৃত হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর