Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২১:৪০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০০:২৩

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্বৃত্ত করে এ তথ্য নিশ্চিত করেন শায়রুল কবির খান।

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে যাবেন। প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’

বিজ্ঞাপন

এর আগে গত মাসেও খালেদা জিয়াকে শারীরিক জটিলতার কারণে একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। চলতি বছরে লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন তিনি।

চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় বিশ্রামে রয়েছেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর