Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা বিষয়, একদিনে করার প্রস্তাব উদ্ভট: তাহের

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২২:১১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০০:২৩

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুইটি একই দিনে আয়োজনের প্রস্তাবকে তিনি ‘উদ্ভট আলোচনা’ বলে আখ্যায়িত করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, ‘বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে আগে দ্বিমত করলেও পরে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এ জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই।‘

তিনি আরও বলেন, ‘যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোকে একটি প্যাকেজ আকারে গণভোটে নেওয়া হবে। তবে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা বিষয়ে হওয়াই যুক্তিসঙ্গত। কারণ, গণভোটে এমন কিছু সিদ্ধান্ত থাকবে—যেমন আপার হাউজ বা পিআর পদ্ধতি—যেগুলো নির্বাচনের কাঠামো নির্ধারণ করবে। তাই এগুলো নির্বাচনের আগেই জনগণের অনুমোদন নেওয়া প্রয়োজন।’

বিজ্ঞাপন

তাহের বলেন, ‘যদি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হয়, তাহলে ভোট কাস্টিং খুবই সীমিত হবে এবং গণভোটের কোনো গুরুত্বই থাকবে না। তাই দুই প্রক্রিয়াকে আলাদা রাখা দরকার।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজন করা উচিত এবং এ নিয়ে দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করছি ১৭ অক্টোবর জুলাই সনদ সই অনুষ্ঠানে অংশ নেব। এখন পর্যন্ত কোনো অনিশ্চয়তা দেখি না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর