Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারক নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে না রাখার আহ্বান এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ২৩:৩৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০০:৫৮

জাতীয় নাগরিক পার্টি। ছবি: সংগৃহীত

ঢাকা: বিচারকদের মনোনয়ন ও পদোন্নতি বিষয়ে প্রস্তাবিত কমিটিতে অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির আইন সেলের মুখপাত্র ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুনার সই করা বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাটর্নি জেনারেল সরকারের নির্বাহী বিভাগের অংশ হওয়ায় তার অন্তর্ভুক্তি বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করবে। সুপ্রিম কোর্টের অধিভুক্ত আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেল মূলত সরকারের পক্ষে আদালতে অবস্থান করেন। তাই বিচারক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কমিটিতে তার সদস্যপদ বিচার বিভাগের নিরপেক্ষতার পরিপন্থী।’

বিজ্ঞাপন

এনসিপি মনে করে, বিচার বিভাগকে সত্যিকারের স্বাধীন ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত নীতিমালা প্রণয়ন ও স্বতন্ত্র বিচার কমিশন গঠন জরুরি। দলটি প্রস্তাব করেছে, প্রধান বিচারপতির নেতৃত্বে কেবল বিচার বিভাগের সদস্যদের নিয়ে একটি স্বয়ংসম্পূর্ণ ও নিরপেক্ষ কমিটি গঠন করা হোক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘স্বাধীন বিচার বিভাগ ছাড়া গণতন্ত্র ও ন্যায়বিচার টেকসই হতে পারে না। তাই সংবিধানসম্মত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর