খুলনা: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ইসলাম ধর্মীয় ফরজ বিষয় নিয়ে কটূক্তি করার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত এ তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাসেল এবং একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তনয় রায়।
জানা গেছে, তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের বিচারের দাবিতে গত ১ জুলাই বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
অধ্যাপক ড. নাজমুস সাদাত জানান, এই দুজন শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এসেছিল। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। পরে তদন্ত কমিটির প্রতিবেদন গত ৯ অক্টোবর ২৭তম শৃঙ্খলা বোর্ডের সভায় উত্থাপন করা হয়। শৃঙ্খলা বোর্ড সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে।