ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার (১৫ অক্টোবর) রাতে এভার কেয়ার হাসপাতালে গেছেন। তিনি রাত ১১টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, “ম্যাডাম (খালেদা জিয়া) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভার কেয়ার হাসপাতালে গেছেন। সেখানে প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।”
এর আগে গত ২৮ আগস্ট সর্বশেষ তিনি একই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করান। গত মাসেও শারীরিক কিছু জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে গুলশানের ফিরোজা বাসভবনে বিশ্রামে আছেন। চলতি বছরের শুরুর দিকে লন্ডনে চিকিৎসা গ্রহণের পর তিনি দেশে ফেরেন।