চট্টগ্রাম ব্যুরো: চাকসু নির্বাচনে মাস্টারদা সূর্য সেন হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রদলের ভিপি প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবিরের প্রার্থী এগিয়ে আছেন।
বুধবার (১৫ অক্টোবর) রাতে প্রকাশিত ফলাফল অনুযায়ী ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় পেয়েছেন ১৪১ ভোট। এ পদে ছাত্রশিবিরের ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ১৭৫ ভোট। এ পদে ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ৫৩ ভোট। নির্বাচন কমিশনের সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।
এর আগে ঘোষিত শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ফলাফল যোগ করলে এ পর্যন্ত ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয়ের প্রাপ্ত ভোট ১৭৫ আর শিবিরের ইব্রাহিম হোসেন রনি’র প্রাপ্ত ভোট ১৫৭। জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলর সাঈদ বিন হাবিবের প্রাপ্ত ভোট ২০৩ আর ছাত্রদলের শাফায়াত হোসেন পেয়েছেন ৭৭ ভোট।
এদিকে সূর্য সেন হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন মো. তাজিম ইবনে হাবিব। আর জিএস পদে জয় পেয়েছেন সাদমান আল তাছিন। শাখাওয়াত হোসেন বিজয়ী হয়েছেন এজিএস পদে।