Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন
অতীশ দীপঙ্কর হলে ভিপি-জিএস পদে ছাত্রদল এগিয়ে

চবি করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ০১:১৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০৯:৪২

চট্টগ্রাম ব্যুরো : চাকসু নির্বাচনে অতীশ দীপঙ্কর হলের ভোটের ফলাফলে ভিপি-জিএস উভয় পদে ছাত্রদলের প্রার্থী এগিয়ে আছেন।

ভিপি পদে ছাত্রদলের প্রার্থী সাজ্জাত হোসেন হৃদয় ২২৩ ভোট পেয়েছেন। এই হলে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি পেয়েছেন ৯০ ভোট। সমপরিমাণ ৯০ ভোট পেয়েছেন বামধারার বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ধ্রুব বড়ুয়াও।

জিএস পদে ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ১৬৪ ভোট। ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট।

এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ২৬৬ ও ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৪৫ ভোট।

এ নিয়ে দুটি হল ও একটি হোস্টেলের ফল ঘোষণা করা হলো। এগুলোতে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাত পেয়েছেন ৪০৮ ভোট। শিবিরের ইব্রাহীম রনি পেয়েছেন ২৪৭ ভোট।

বিজ্ঞাপন

আর জিএস পদে ছাত্রদলের শাফায়েত পেয়েছেন ২৪১ ভোট। আর ছাত্রশিবিরের হাবিব পেয়েছেন ২৮৬ ভোট।

বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১টার দিকে নির্বাচন কমিশনের সচিব অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মোদি-পুতিন বৈঠক: কে কী পেল
৬ ডিসেম্বর ২০২৫ ০০:৫৬

আরো

সম্পর্কিত খবর