Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ০৮:২১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ০৯:৪১

দেড় যুগ পর ফাইনালে আর্জেন্টিনা

পুরো টুর্নামেন্টজুড়েই অবিশ্বাস্য ফর্মে আছেন তারা। সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিতে মাতেও সিভেতির একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়ে দীর্ঘ ১৮ বছর পর এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা।

চিলির হুলিও মার্টিনেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বেশ কয়েকটি সুযোগ এসেছিল দুই দলের সামনেই। তবে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফরোয়ার্ডরা।

ডেডলক ভাঙে দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে। প্রেসতিয়ানির দারুণ এক অ্যাসিস্টে ডান পায়ের বুদ্ধিদীপ্ত শটে কলম্বিয়া কিপারকে বোকা বানান ইন্টার মায়ামির হয়ে খেলা সিভেতি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সিভেতির গোলই আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে গেছে। অন্য সেমিতে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হয়েহচে মরক্কো। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। এরপর পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার উল্লাসে মেতেছে আফ্রিকার দলটি।

আগামী ২০ অক্টোবর হুলিও মার্টিনেজ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মরক্কো।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ
২১ জানুয়ারি ২০২৬ ১৭:২৪

দেড় লাখ টাকা বেতনে চাকরির সুযোগ
২১ জানুয়ারি ২০২৬ ১৭:১৪

দরপতনে লেনদেনও কমেছে
২১ জানুয়ারি ২০২৬ ১৬:৫৭

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর