ঢাকা: আগামীকাল ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন।
তিনি বলেন, শুরু থেকেই আমরা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি। তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সনদ সই অনুষ্ঠানে যাব না।
নাহিদ ইসলাম বলেন, সনদে অন্তর্ভুক্ত ৮৪টি বিষয় গণভোটের মাধ্যমে একসঙ্গে উপস্থাপন করা হোক। এছাড়া, গণভোটের মাধ্যমে অনুমোদিত সংবিধানকে ‘২০২৬ সালের সংবিধান’ হিসেবে স্বীকৃতি দিতে হবে।
তিনি বলেন, “আমরা চাই সনদ প্রণয়নে সম্পূর্ণ স্বচ্ছতা এবং আইনি নিশ্চয়তা থাকবে। তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশ নেব না। সনদ সই অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতা হবে, যার কোনো বাস্তব আইনি মূল্য থাকবে না।”
নাহিদ জানান, তারা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে। তবে সনদ সইয়ের আগে নির্দিষ্ট দাবিগুলো পূরণ না হলে দলের অংশগ্রহণ হবে না।