Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওভারমার্কিং বন্ধের কারণে এইচএসসির ফল বিপর্যয়: চট্টগ্রাম শিক্ষাবোর্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৫:২০

চট্টগ্রাম শিক্ষাবোর্ড

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উল্লেখযোগ্যভাবে কমেছে। শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর গত তিন দশকে এত খারাপ ফল কখনো হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গতবছরের চেয়ে প্রায় ১৮ শতাংশ কমে এবার পাসের হার এসেছে ৫২ দশমিক ৫৭ শতাংশ। আর গতবছরের চেয়ে প্রায় ৪ হাজার কমে এবার জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে এবছরের এইচএসসি’র ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উ‌দ্দিন আহাম্মদ ও সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ।

বিজ্ঞাপন

ফলাফলের বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা ছিল, ওভারমার্কিং যেন না হয়। শিক্ষার্থীরা যা লিখেছে, সেটাই মূল্যায়ন করে যেন সঠিকভাবে মার্কিংটা করা হয়। আমরাও পরীক্ষকদের এ বিষয়ে কঠোরভাবে বলেছি।’

‘আরেকটা বিষয় হচ্ছে, আগে কিছু ওভারমার্কিং হতো। এজন্য শিক্ষার্থীদের কেউ কেউ হয়তো ভেবেছেন, পড়ালেখা না করেও কিংবা পরীক্ষার খাতায় কম লিখেও বোধহয় বেশি মার্কস পাওয়া যাবে। আর জুলাই আন্দোলন এবং পরবর্তী বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্যে সার্বিকভাবে পড়ালেখার ক্ষতি হয়েছে।’

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম জেলা ও মহানগর, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার মিলিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২ হাজার ৯৭০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫৩ হাজার ৫৬০ জন।পাসের হার এসেছে ৫২ দশমিক ৫৭ শতাংশ।

গতবার পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। আর জিপিএ–৫ পেয়েছিল ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী।

এবার ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ; ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।

এর মধ্যে চট্টগ্রাম নগরীতে পাসের হার ৭০ দশমিক ৯০ শতাংশ। আর নগরী বাদে জেলায় পাসের হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ।

তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫ দশমিক ৫৩ এবং বান্দরবানে ৩৬ দশমিক ৩৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৫ দশমিক ৩৯ শতাংশ।

বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৭৮ দশমিক ৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫ দশমিক ৩০ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৭ দশমিক শূন্য ৮ শতাংশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর