ঢাকা: এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩টি বিষয়ে শিক্ষার্থীরা বেশি ফেল করেছেন। সবচেয়ে বেশি ফেল করেছেন হিসাববিজ্ঞান বিষয়ে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, হিসাববিজ্ঞান বিষয়ে ৪১ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থীরা বেশি ফেল করেছে। হিসাব বিজ্ঞানের পরে রয়েছে ইংরেজি। এ বিষয়ে ফেল করেছেন ৩৮ দশমিক ৮ শতাংশ। আর তৃতীয় যে বিষয়ে বেশি ফেল করেছে সেটি হলো আইসিটি, যা ২৭ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী।
উল্লেখ্য, এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ, আইসিটিতে পাসের হার ৮৩ দশমিক ৮৮, এছাড়াও হিসাব বিজ্ঞানে ৮২ দশমিক ৪৬। রাজশাহীতে ইংরেজিতে পাসের হার ৬৮ দশমিক ৮২ শতাংশ, আইসিটিতে পাসের হার ৮৪ দশমিক ৬১, এছাড়াও হিসাব বিজ্ঞানে ৬৭ দশমিক ২৪।
কুমিল্লা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ, আইসিটিতে পাসের হার ৭৭ দশমিক ২২, এছাড়াও হিসাব বিজ্ঞানে ৭৬ দশমিক ৬৭।যশোর শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৫৪ দশমিক ৮২ শতাংশ, আইসিটিতে পাসের হার ৮৮ দশমিক ৬৩, এছাড়াও হিসাব বিজ্ঞানে ৮০ দশমিক ৮৩।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৩ দশমিক ৭৬ শতাংশ, আইসিটিতে পাসের হার ৮৩ দশমিক ৬১, এছাড়াও হিসাব বিজ্ঞানে ৭৮ দশমিক ০৯। বরিশাল বোর্ডে ইংরেজিতে পাসের হার ৭৫ দশমিক ১৬ শতাংশ, আইসিটিতে পাসের হার ৮০ দশমিক ৮৪, এছাড়াও হিসাব বিজ্ঞানে ৭৩ দশমিক ৯১।
এদিকে সিলেট বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৪ দশমিক ৫৩ শতাংশ, আইসিটিতে পাসের হার ৮০ দশমিক ৮৭, এছাড়াও হিসাব বিজ্ঞানে ৬৮ দশমিক ১১। দিনাজপুর বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৪ দশমিক ৪৭ শতাংশ, আইসিটিতে পাসের হার ৮৭ দশমিক ৩৯, এছাড়াও হিসাব বিজ্ঞানে ৫৮ দশমিক ৪১।