Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এ বছর এইচএসসি পরীক্ষায় বেড়েছে বহিষ্কারও

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৫:৩৩

ছবি: সংগৃহীত

ঢাকা: এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বহিষ্কারের (এক্সপেইল) পরিমাণও বেড়েছে। বিভিন্ন বোর্ডে সব মিলিয়ে এবার বহিষ্কৃত হয়েছেন ৫৭৭ জন। গত বছর বহিষ্কৃত হয়েছিলেন ৪৪৮ জন। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত এ বছরই রেকর্ড সংখ্যক শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ হয়। এতে এ তথ্য উঠে এসেছে। রাজধানী ঢাকায় ফলাফল প্রকাশের এক লিখিত বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

তথ্যমতে, ২০২১ সালের পরীক্ষায় বহিষ্কৃত হয়েছিলেন ১৬০ জন, ২০২২ সালে ৩৩৪ জন, ২০২৩ সালে ৫২৮ জন, ২০২৪ সালে ৪৪৮ জন ও ২০২৫ সালে ৫৭৭ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বিজ্ঞাপন

বোর্ড ভিত্তিক তথ্যমতে, ২০২৫ সালে সাধারণ ৯ শিক্ষা বোর্ডে ৩১০ জন, মাদরাসায় ১৫৯ জন ও কারিগরি শিক্ষাবোর্ডে বহিষ্কৃত হয়েছেন ১০৮ জন। সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় ৪৭, রাজশাহী ১৩, কুমিল্লা ৬৬, যশোর ২৬, চট্টগ্রাম ৩৮, বরিশাল ৩২, সিলেটে ১০, দিনাজপুরে ২৭ ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫১ জন শিক্ষার্থী বহিষ্কৃত হন।

সারাবাংলা/ইএইচটি/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর