Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৫:১১

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উপলক্ষ্যে শোভাযাত্রা।

টাঙ্গাইল: নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী দিবস উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন।

এর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দিবসটি উপলক্ষে ১২ তলা একাডেমিক ভবনের সামনে কেক কাটা হয়।

সকল কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়াও রাতে বিশ্ববিদ্যালয়ের ক্লাব গুলোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আবাসিক হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।