নেত্রকোনা: নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দায় সাপের কামড়ে রায়হান মিয়া নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই শিশুমৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রায়হান সাউদপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে একটু পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে ঢুকলে সেখানে থাকা একটি সাপ তাকে কামড় দেয়। এসময় রায়হান হাউ মাউ করে চিৎকার করতে থাকে ও ভয়ে কাঁপতে থাকে। তাকে দ্রুত স্থানীয় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসাইন লিংকন রায়হানকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়হানের পিতা আক্তার হোসেন জানান, ‘রায়হানের মৃত্যুতে শুধু পরিবারে নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর বেশি আমি বলতে পারবো না। ওকে সবাই আদর করতো। ছেলে হারানোর বেদনা জীবনে ভুলতে পারব না। আল্লাহ ওকে জান্নাতবাসী করুন।’