Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:০৯

মেট্রোরেল। ছবি: সারাবাংলা

ঢাকা: মেট্রোরেল চলাচলে ১ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) থেকে নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন ও মতিঝিল স্টেশন উভয় প্রান্ত থেকে ট্রেন প্রতিদিন চলাচল করবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) নাসির উদ্দিন তরফদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমটিসিএল এর প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমাগতভাবে যাত্রীসেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে এবং সম্মানিত যাত্রী সাধারণের সুবিধার্থে আগামী ১৯ অক্টোবর থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন ও মতিঝিল মেট্রোরেল স্টেশন উভয় প্রান্ত থেকে ১ ঘণ্টা বর্ধিত সময়ে মেট্রো ট্রেন চলাচল করবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন অভিমুখে প্রথম মেট্রো ট্রেন সকাল সাড়ে ৬টায় ছাড়বে এবং সর্বশেষ মেট্রো ট্রেন রাত সাড়ে ৯ টায় ছেড়ে যাবে।

এ ছাড়া, মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন অভিমুখে প্রথম মেট্রো ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে এবং সর্বশেষ মেট্রো ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

তবে শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময়সূচি পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে।