Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীর ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৭:১২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:০৮

নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ী।

রাজবাড়ী: ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজবাড়ীর চার শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

একজনও পাস না করা কলেজগুলো হলো— রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ, গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ ও আব্দুল হালিম মিয়া কলেজ।

বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, ‘আমার কলেজের ৮ জন এইচএসসি পরীক্ষা দিয়েছিল। যারা সবাই অনিয়মিত। ৮ জনই এবার ফেল করেছে।’

কালুখালী উপজেলার নূর নেছা কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন বলেন, ‘কলেজ থেকে এবার ১৫ জন এইচএসসি পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে ১৪ জন নিয়মিত ও একজন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। সবাই এই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।’

বিজ্ঞাপন

গোয়ালন্দের আব্দুল হালিম মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, ‘কলেজ থেকে এ বছর ৫ জন পরীক্ষা দিয়েছিল। সবাই অকৃতকার্য হয়েছে।’

গোয়ালন্দের মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাহউদ্দিন মাহমুদ রেজা বলেন, ‘কলেজ থেকে ৭ জন পরীক্ষা দিয়ে সবাই অকৃতকার্য।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর