Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় বিএনপির উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৭:১৮ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৫

বক্তব্য দিচ্ছেন বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দিগরাজ এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় তিনি উপস্থিত নারী-পুরুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তিনি সকলের কাঝে ৩১ দফা তুলে ধরেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপন করা হবে। পরিবেশ ঠিক রাখার জন্য এ গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির আছে। এছাড়া বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা ৩১ দফার মধ্যে পরিস্কারভাবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মোংলা নদীতে ঝুলন্ত ব্রিজ করতে হবে, যাতে নদীর ক্ষতি না হয় সেদিকে খেয়াল করে। এছাড়া নদীর পাড়ে বেরিবাঁধ নির্মাণ করতে হবে।

তিনি আরো বলেন, তারেক রহমান প্রত্যেক জনপদের খোঁজ রাখেন এবং সমস্যাগুলো নিয়ে ভাবেন। আগামীতে আপনারা বিএনপির সঙ্গে থাকবেন। বিএনপি আপনাদেরকে সঙ্গে নিয়েই এ জনপদ গড়বে।

এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, স্থানীয় বিএনপি নেতা হাবিব বিশ্বাস, মো. জুলফিকার আলী, পংকজ বিশ্বাস, মো. মাহবুব, মোস্তাফিজুর রহমান জনি, মো. জিয়া, সোহেল বাবু, মো. গোলাম ও ওমর ফারুক প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর