Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৭:৩১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৮:৩৫

তাঝিরি এলকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়। ছবি: সারাবাংলা

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবি’র অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের ৪৪/১ পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলকায় অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস জানান, ‘মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাতে সীমান্ত এলাকায় শান্তি ও জননিরাপত্তা বজায় থাকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর