কুমিল্লা: কুমিল্লার হোমনায় মাহমুদা আক্তার (৩০) নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর বাজারে এনজিও প্রতিষ্ঠান ‘পদক্ষেপ’-এর ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মাহমুদা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কুটি কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের আবদুল আজিজ মোল্লার মেয়ে। তিনি রামকৃষ্ণপুর বাজারে ‘পদক্ষেপ’ নামে একটি এনজিওতে কাজ করতেন।
এনজিও ম্যানেজার কামরুজ্জামান জানান, ‘মাহমুদা আক্তার কাজ শেষে তৃতীয় তলায় তার রুমে যান। সকালে তিনি অফিসে না আসায় অন্য কর্মীরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে আমরা ভবনের মালিককে খবর দিই। তিনি এসে রুমের দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে আমরা ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তখন পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।