জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রীহল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলে পানির ফিল্টার ও ওয়াশিং মেশিন দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফসহ নেতাকর্মীরা এ উপহার দেন।
এ বিষয়ে সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমাদের নিরাপদ পানি পানে প্রোগ্রাম থেকে আজ ছাত্রীহলে পানির ফিল্টার দিয়েছি। এছাড়া ছাত্রীদের দাবি ছিল ওয়াশিং মেশিনের তা থেকে ওয়াশিং মেশিন দেওয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ‘এটা আমাদের নিয়মিত দাওয়াতি কাজের অংশ হিসেবে করে যাচ্ছি। জকসু প্যানেল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আমাদের নিয়মিত কাজগুলো করে যাব ইনশাআল্লাহ। জকসুর আচরণবিধি চলে এলে কাজ বন্ধ থাকবে জকসু নির্বাচনের পরে আবার আমাদের কাজ শুরু করব ইনশাআল্লাহ।’
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, ‘যদিও জকসুকে কেন্দ্র করে এসব কাজ শুরু হয়েছে আরো অনেক ছাত্রসংগঠন এসেছে। আমাদের প্রয়োজনীয় বিভিন্ন কিছু দেওয়ার কথা বলেছে। আমাদের স্বল্প সামর্থের ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। যদি সামর্থ্য থাকে এমন সাপোর্ট করার এটা খারাপ না, আমরা চাই শুধু জকসুকে কেন্দ্র করেই না, সবসময় এমন সাপোর্ট রাখা দরকার।’