Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকসু নির্বাচন
ফলাফল মেনে নিয়েছে ছাত্রদল, থাকবে নির্বাচিতদের পাশে

চবি করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৮:৪২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৯:০৭

ছাত্রদলের আয়োজিত জরুরি সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে নির্বাচিতদের কাজে সহযোগিতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে শাখা ছাত্রদলের আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নাছির উদ্দীন নাছির বলেন, ‘গতকাল ছিল আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। চাকসু নির্বাচনে ত্রুটি ও অব্যবস্থাপনা থাকা সত্ত্বেও সুন্দর ও স্বাভাবিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে অনেক অভিযোগ ছিল, তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রায় দিয়েছে, তাই আসল। নির্বাচনে অমোচনীয় কালির ব্যবহার নিয়ে সমস্যা হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে এ বিষয়ে প্রশাসনের আরও সতর্ক থাকা উচিত ছিল।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট যারা ছিলেন, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্যানেলের যে ইশতেহার রয়েছে তা বাস্তবায়নের জন্য কাজ করব। নির্বাচনে আমরা ভালো ফল অর্জন না করতে পারলেও নির্বাচিতদের কাজে পাশে থাকবে ছাত্রদল। তাছাড়া শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।’

এ সময় চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘আমরা চাকসু নির্বাচন আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম। আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম। আমার নির্বাচিত হওয়ার পেছনে শিক্ষার্থীদের অনেক বেশি অবদান ছিল। যারা আমাকে ভোট দিয়েছে বা দেয়নি—সবার প্রতিনিধি হিসেবে কাজ করব। যারা আমার প্রতি আস্থা রেখেছে, তাদের আস্থা অনুযায়ী কাজ করব।’

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চাকসুর নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর